|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রোহিতায় ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাঙ্গুলিয়া আদর্শ বালিকা বিদ্যালয়ের হলরুমে মানবিক যুব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মানবিক যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেদাপাড়া পুলিশ ক্যাম্পের টুআইসি রিজন আলী। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মুজিবুর রহমান, খেদাপাড়া পুলিশ ক্যাম্পের কনস্টেবল নূর ইসলাম সহ মানবিক যুব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.