|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
মতলবে ট্রাক চাপায় শিশু নিহত,আহত ১
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
মতলব - গৌরীপুর পেন্নাই সড়কের খাদেরগাঁও ইউনিয়নের ধনারপাড় জোড় পুকুর এলাকায় ট্রাকের চাপায় তাসফিয়া (৫) নামের এক শিশু মারা গেছে। রুনিয়া ( ৭) নামের অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।
জানা যায় ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় তাসেিয়া ও রুনিয়য় দুই শিশু বাড়ি থেকে রাস্তার পাশে দোকানে যাওয়ার সময় পিছন থেকে মাল বোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো- ট-১৮-৩২৭৯)।এতে ঘটনাস্থলে তাসপিয়া মারা যায়। অপর শিশু রুনিয়া ট্রাকের ধাক্কায় পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মতলবে হাসপাতালে নেওয়া হয়।
তাসপিয়া ধনারপাড় কালুশাহ প্রধানীয়া বাড়ির অটো চালক মোঃ ইব্রাহিমের মেয়ে। রুনিয়া একই বাড়ির রাকিবুল ইসলামের মেয়ে। বিক্ষুব্ধ জনতা চালকসহ ট্রাকটিকে নাগদা এলাকা থেকে আটক করেছে।
ওসি সাইদুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে থেকে ট্রাক ও চালককে আটক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে শিশু তাসপিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.