|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা ও জমির গাছ কেটে নিয়ে যাওয়া অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ চরভাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ তাজুল মোল্লার ছেলে ইউসুফ মোল্লা একজন নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা ও জমির গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষ
গত ১০ ফেব্রুয়ারী সকালে সরজমিনে গিয়ে জানা যায়,বসতবাড়ীর সামনের বেড়া ও স্থানীয় বাসিন্দা মোঃ আবুল গাজী, খাজা আহম্মেদ গাজী ছৈয়দ গাজী, মতিন গাজী, হান্নান গাজী গং দলবল নিয়ে বাড়ির প্রায়,১০ টি গাছ কর্তন করে নিয়ে যায় এতে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
জমির মালিক ইউসুফ মোল্লার ওয়ারিশ সূত্রের মালিক সে ৯৯৯ ফোন করলে থানা পুলিশের সহায়তা চাইলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিষেধাক্কা জারি করেন।
জমির মালিক ইউসুফ মোল্লা দৈনিক বাংলার অধিকার কে জানান, আমি বিল্লাল হোসেন বেপারীর কাছ থেকে ১৬ শতাংশ, জমি কিনি কিন্তু আমাকে জমি থেকে উচ্ছেত করার পাঁয়তারা করছে।
দীর্ঘ ২৭ বৎসর ধরে আমার ক্রয় কৃত জমিতে বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছি ।
হঠাৎ করে আবুল গাজী, খাজা আহম্মেদ গাজী ছৈয়দ গাজী, মতিন গাজী, হান্নান গাজী দলবল নিয়ে আমার বাড়ি দখল ও আমাকে জমি থেকে উচ্ছেত করার চেষ্টা করেছেন। এ ঘটনার জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুবিচার কামনা করছি। এই জমির বিষয়ে চাঁদপুর সিনিয়র সহকারী জজ আদালত ও হাইমচর থানায় একটি মামলা চলমান রয়েছে
এই ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেনসহ কয়েকজন জানান, জায়গাটা নিয়ে কিছুটা বিরোধ রয়েছে তাই কয়েকবার সালিশ হয়েছে। যেহেতু জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে তাই আমাদের এলাকাবাসীরা চাই উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জন্য।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে আমার অফিসারসহ ফোর্স গিয়ে জমির উপর নিষেধাজ্ঞা জারি করি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.