|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দেশের ২২ তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু।
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৩
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে শাসকদল বাংলাদেশ আওয়ামী লীগ।
আজ রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল দলের প্রার্থী সাহাবুদ্দিনকে নিয়ে আজ বেলা ১১টার দিকে কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।
আজ বেলা ১০টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সামনে এসে দলের সাধারণ সম্পাদক জনাব,ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী জনাব,হাছান মাহমুদ, জাতীয় সংসদের চিফ হুইপ জনাব,নূরে আলম চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জনাব,জাহাঙ্গীর কবির নানক, জনাব,ফারুক খান, দপ্তর সম্পাদক ব্যারিষ্ট্রার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক জনাব,সেলিম মাহমুদ প্রমুখ অপেক্ষা করতে থাকেন। বেলা ১১টার দিকে মোহাম্মদ সাহাবুদ্দিন কমিশনে এলে তাঁকেসহ প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন সংসদ সদস্যরা আর বর্তমান সংসদে শাসক দল আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।সে হিসেবে দলটি যাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে,তিনিই দেশের ২২ তম রাষ্ট্রপতি হবেন এটা মোটামুটি নিশ্চিতভাবে ধরা যায়।
মোহাম্মদ সাহাবুদ্দিন ১০ ডিসেম্ভর ১৯৪৯ সালে পাবনা জেলাধীন পাবনা সদর উপজেলার শিবরামপুরে জন্ম গ্রহন করেন। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন মেধাবী ছাত্র ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগদান করেন । অত্যন্ত সম্মান ও দায়িত্বতার সহিত ২৫ বছরের চাকরি জীবনের শেষদিকে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে চাকরিরত থাকাকালীন সময়ে অবসর গ্রহন করেন।
বিগত ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন দূর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে চট্টগ্রামের জেএমসি বিল্ডার্স লিমিটেডের পক্ষে পরিচালক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাহাবুদ্দিন।বর্তমানে তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.