|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গলাচিপায় অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয় ক্ষতির অভিযোগ
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৩
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে অবস্থিত ৪ টি দোকানে অগ্নিকান্ডের কারণে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় বৈদ্যুতিক সটসার্কিট এর কারণে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ হওয়ার কারণে লোকজনের ঘুম ভেঙে গেলে এসে দেখতে পান ভয়াবহ আগুনের লেলিহান শিখা। উপকূলীয় চরাঞ্চল হওয়ার কারণে কাছাকাছি কোন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নেই। তাই স্থানীয় পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।
এতে খোকন মুন্সির গার্মেন্টস ও কসমেটিকের দোকান, ফজলু হাওলাদার এর ঢেউটিনের দোকান এবং মোজাম্মেল সরদার এর জাল কাছির দোকান পূড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল-হেলাল বলেন, অগ্নিকান্ডের বিষয়ে আমি অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নিরুপনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.