|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৩
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ২নং নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া গ্রামের পাটোয়ারী বাড়ীতে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল পাটোয়ারীর বাসায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল পাটোয়ারীর বাসায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩০-৩৫ জন সন্ত্রাসী হামলা চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণলংকার লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.