|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নির্বাচন কমিশনারকে স্বাধীনতা দিয়েছে শেখহাসিনা মতলব উত্তরে শান্তি সমাবেশে- শিক্ষা মন্ত্রী
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৩
বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে শান্তি মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়।
উক্ত শান্তিমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহবুব, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -২ আসনের সাংসদ এডভোকেট রুহুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওমীলীগের সভাপতি নাসির উদ্দিন, জেলা পরিষদ সদস্য তাসলিমা আক্তার আখি, এছাড়া গজরা ইউপি চেয়ারম্যান জনাব শহীদুল্লা প্রধান, ষাটনল সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ।
সঞ্চালনা করেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তি যোদ্ধা উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম. এ. কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী বলেন,শেখহাসিনা নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করেছে। তার কারণে নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করছেন। আর বিএনপি জামাত পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা ২০০৬ সালে ১ কোটি ৪০ লক্ষ ভূয়া ভোটার তৈরি করেছিলেন নীল নকশা প্রণয়ন এর জন্য। অথচ শেখহাসিনা ছবিসহ ভোটার তালিকা প্রনয়ণ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। তিনি আরো বলেন পাঠ্যপুস্তক নিয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, বানর থেকে মানুষ হয়েছে এমন কথা বলা হয় নি, বলা হয়েছে বানর থেকে মানুষ হয় নি। বিভ্রান্তির জন্য ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহবুব বলেন, বাংলাদেশ এখন মালয়েশিয়া সিংগাপুর কে পেছনে ফেলে ৩৫ তম উন্নয়ন শীল রাষ্ট্রে পরিনত হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.