|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন হাই স্কুলকে কলেজে উন্নিত করায়, কলেজ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ -৬ (ভৈরব -কুলিয়ারচর) এর সংসদ সদস্য ও বিসিবি 'র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের গবর্নিং বডি ও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, সাবেক কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন লিটন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন লিটন, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মশিউর আহমেদ, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালএর বিভাগীয় প্রধান কার্ডিওলজি ডা. মোঃ মোখলেছুর রহমান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মিজবাহুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস -চেয়ারম্যান সাইদা খানম মুক্তা, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হীরা মিয়া সরকার, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এইচ এম নজরুল ইসলাম। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষীকা এবং ছাত্র -ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের গবর্নিং বডি'র কো-অপ্ট সদস্য মোঃ আলমগীর গাজী।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়ার বাড়িতে এক প্রীতিভোজ অংশগ্রহণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.