|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বগুড়ায় পিকনিকের বাস খাদে পড়ে চালক সহকারীসহ ৩৫ জন আহত!
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৩
মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার শিবগঞ্জে পিকনিকের বাস খাদে পড়ে নারী, শিশু ও পুরুষসহ ৩৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল।
তিনি জানান, বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অটোরিকশা চালক সমিতির সদস্যরা দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে পাকুরতলা এলাকায় ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পরিদর্শক আশিক ইকবাল বলেন, দুর্ঘটনায় বাসে থাকা শিশু, নারী-পুরুষসহ ৩৩ যাত্রী এবং বাসের চালক ও সহকারী আহত হয়েছেন। তবে সবাই আশংকামুক্ত।।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.