|| ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি
আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৩
মিরু হাসান বাপ্পি বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, 'শুক্রবার সকাল ৭ টায় ওই অজ্ঞাত ব্যক্তি আদমদীঘি স্টেশন এলাকায় রেললাইন দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।'
এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, 'নিহতের পরিচয় শণাক্তের চেষ্টা চালানো হচ্ছে। তার পরনে ছিলো পাঞ্জাবি ও জ্যাকেট।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.