|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ শাহরাস্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৩
আজ শাহরাস্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমজাদ হোসেন, শাহরাস্তি, চাঁদপুর মহোদয় এর নেতৃত্বে শাহরাস্তি উপজেলাধীন কালিয়াপাড়া বাজারের পশ্চিমে পল্লী বিদ্যুৎ ভবনের পশ্চিমপাশে সমিতি মাঠে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জনৈক ১। মোঃ রেজাউল করিম (সুমন) ২। এনামুল হক নাদিম নামের দুই ব্যক্তিকে গাঁজা সেবনরত নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে তাদের দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইনের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে ১০০০/টাকা করে মোট ২০০০/- টাকা অর্থদণ্ড ও ০৭ (সাত) দিন করে দুইজনকে মোট ১৪ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অত্র মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম ও সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
#আইন
অমান্যকারীদেরবিরুদ্ধে
মোবাইলকোর্টের____অভিযান
অব্যাহতথাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.