|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাইমচরে সড়ক দূর্ঘটনায় ৪র্থ শ্রেনীর ছাত্র গুরুতর আহত
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৩
হাইমচরে সড়ক দূর্ঘটনায় মুগ্ধ মল্লিক নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ৯টায় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেইন রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে। আহত শিশু ঐ এলাকার মানিক মোল্লার ছেলে। সে চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।
জানা যায়, চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আন্ত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য অটো রিক্সায় করে হাইমচর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করেন। প্রতিমধ্যে শিশু মুগ্ধ অটো থেকে তার মাথা বাহিরে বের করেন। অপর দিক থেকে আসা অন্য আরেকটি অটোর সাথে তার মাথায় আঘাত লেগে সে অটো থেকে পড়ে যায়। তার মাথা ও দাতের মাড়ি ফেটে যায়। স্থানীয় লোকজন প্রথমে শিশুটিকে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন সরকার জানান, আন্ত প্রাথমিকক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অটো রিক্সায় করে যাওয়ার পথে শিশুটি মাথা বের করার সাথে সাথে অপর দিক থেকে এসে আরেকটি অটো তার মাথায় আঘাত করে। আমরা বর্তমানে ঢাকা মেডিকেলে আছি। ঢাকা মেডিকেল থেকে রোগীকে ঢাকা ডেন্টাল মেডিকেলে রেফার করা হয়েছে। শিশু মুগ্ধ মল্লিকের মাথার চিকিৎসা শেষে এখন দাতের মাড়ির চিকিৎসার জন্য আমরা তাকে ডেন্টাল হাসপাতালে নিয়ে যাব।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর জানান, আমার সামনেই এই দূর্ঘটনাটি ঘটেছে। আমি তাৎক্ষনিক শিশুটিকে হাইমচর স্বাস্থকমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আহত শিশুর সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন জন শিক্ষক ও তার মা, বাবা ও দাদা রয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.