|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লালমোহনে জমি বিরোধের জেরে ৮জনকে পিটিয়ে আহত করার অভিযোগ
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৩
মুসফিক হাওলাদার লালমোহন প্রতিনিধি:
লালমোহনে জমি বিরোধের জেরে ৮জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গজারিয়া গ্রামে ৬ ফেব্রুয়ারি সকাল অনুমান ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ সূত্রে জানা গেছে, গজারিয়ায় মালবাড়ির আনিচল হক মাল ও তার পরিবারের লোকজনের সাথে একই বাড়ির ফিরোজ, সিদ্দিক, নাগরসহ তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলে আসছে। আনিচল মালের ও তার পরিবারবর্গের ওয়ারিশি, রেকর্ডিয় ও খরিদ করা জমি বিভিন্ন সময় জোরপূর্বক ভোগদখলে লিপ্ত থাকে এবং তাদেরকে উচ্ছেদ করার পায়তারা দিতে থাকে ফিরোজ, সিদ্দিকসহ তাদের লোকজন। সুযোগ পেলেই আনিচল গংদের ক্ষতি করে এবং নানাভাবে তাদের হয়রানি করতে থাকে। আনিচল গংরা জমির হিসাব নিকাশের কথা বললে তারা ষড়যন্ত্র করতে থাকে। ঘটনার দিন ৬ ফেব্রুয়ারি সকাল অনুমান ৮টার সময় পূর্ব পরিকল্পিতভাবে ফিরোজ, সিদ্দিক, নাগর, ছায়েদ, আব্দুর রহমান রাব্বি, আরিফ, সোহরাব, গিয়াস, সানজিদ, সজীব, রফিকসহ আরো লোকজন মিলে হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে আনিচল, সিরাজ, মাসুদ, বেল্লাল, সবুজ, হেলাল, ফাতেমা, জমিলাকে আহত করে। গুরুতর আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। তারা এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.