|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিবগঞ্জে সৈয়দ নজরুর ইসলামে উদ্যোগে ৭ হাজার কম্বল বিতরণ।
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৩
মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলাপরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলমের ব্যক্তিগত উদ্যোগে শিবগঞ্জে পৌরসভার ৭ হাজার অসহায ও দু:স্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওযামীলীগের সভাপতি আবু আহম্মেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিশিষ্ট সমাজ সেবক আল মামুন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল জোহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু সহ জেলা ও উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় শিবগঞ্জ পৌর সভার ৯টি ওয়ার্ডের ৭ হাজার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানর সৈয়দ নজরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে গত মাসে শিবগঞ্জের ১৫টি ইউনিয়নের ২৫হাজার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত শিবগঞ্জ পৌরসভাসহ মোট ৩২ হাজার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে সৈয়দ নজরুল ইসলামের নিজ উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের সময় তিনি বলেন অসহায় ও দু:স্থ বান্ধব সরকারের প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী বাংলাদেশের কোন অসহায ও দু: স্থ পরিবার যেন শীতে কষ্ট না পায়, সেজন্য আওয়ামীলীগের প্রত্যেক নেতাকর্মীতে এগিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় আজকের এ কম্বল বিতরণ। তিনি আরো বলেন শিবগঞ্জ সব শ্রেণীর মানুষের সেবায় আমি আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.