|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিবগঞ্জে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সময় গ্রেফতার ১
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৩
মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ সাত্তারের মোড় ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বোনকুল গ্রামে হাতেনাতে ১ জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো জুবায়ের হোসেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ মনাকষা বোনকুল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মোহাম্মদ শফিকুল ইসলাম নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা সহকারী ভূমি অফিসার মোঃ জুবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, মোশফিকুল ইসলাম পিতা মোঃ হাসান আলী গ্রাম বাবুপুর তিনি বলেন অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত স্বীকার করেন।
উপজেলা সহকারি ভূমি অফিসার মোঃ জুবায়ের হোসেন জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কারা কারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.