|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ জননেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর শুভ জন্মদিন
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৩
১৯৪৮ সালের এই দিনে (৩ ফেব্রুয়ারী) তৎকালীন কুমিল্লা জেলার চাঁদপুর মহকুমায় মোহনপুর ইউনিয়নে জন্মগ্রহন করেন মতলব মাটি ও মানুষের নেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। মতলবে জন্ম নেওয়া সর্বকালের সর্বশ্রেষ্ট মানুষ সবার প্রিয় মায়া ।
মরহুম আলী হোসেন চৌধুরীর চার ছেলের মধ্যে সবার ছোট তিনি। মরহুম আলী হোসেন সাহেব মোহনপুর ইউনিয়নের ২ বার নির্বাচিত ও সুনামধন্য চেয়ারম্যান ছিলেন।
মাত্র ২৩ বছর বয়সে এই নেতা মায়া মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন এবং ঢাকার দূর্দশ ক্র্যাক প্লাটুনের কমান্ডার ছিলেন। যুদ্ধে তিনি সেই সময়ের বিখ্যাত হোটেল ইন্টারকন্টিনেন্টাল আক্রমন সহ প্রায় অর্ধশত গেরিলা আক্রমনে সক্রিয় অংশগ্রহন করেন। যুদ্ধ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অহংকার এই নেতাকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করেন।
এই নেতা ৬৯ এর গন আন্দোলন, ৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ প্রদত্ত প্রার্থী পক্ষে প্রচারণা, ৭১ এর মহান মুক্তিযোদ্ধে সক্রিয় অংশগ্রহণ, ৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সসশ্র আন্দোলন এবং পরে জেল। ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করলে তখন থেকেই ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করা শুরু করেন।
১৯৯০ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার বিরুধী আন্দোলন, ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মুল কমিটির ঢাকা মহানগরের আহ্বায়ক হন মতলব উন্নয়নের এই রুপকার। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃতে চাঁদপুর-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে স্থানীয় সরকার পল্লী উন্নায়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন প্রাণপ্রিয় এই নেতা।
ততকালীন বিরুধী দল বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামকে রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন ঢাকা মহানগর আওয়ামীলীগের ৩৫ বছরের সাধারন সম্পাদক মতলবের মায়া । ২০০১-২০০৬ সাল ফেসিস্ট সরকার বিএনপি জামাত জোটের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গরে তোলেন তিনি।
২০১৪ সালে জননেত্রী শেখ হাসিনা সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী দায়িত্ব গ্রহন করেন মতলবের অহংকার জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বর্তমানে তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হিসাবে কাজ করছেন।
আজ ৩ ফেব্রুয়ারী এই মহান নেতার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন শুভ মায়া চৌধুরী
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.