বিশ্ব ব্যাপী ও সমগ্র দেশে Act now, End Leprosy“এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে আজ রবিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কর্মসূচি এবং টিবিএল এন্ড এএসপি-এর সহযোগিতায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটি বর্ণাট্য র্যালি এবং পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে র্যালি উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মাহমুদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আক্তার সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মাহমুদা বেগম, বিশ্ব কুষ্ঠ দিবসের তাৎপর্য, কুষ্ঠ রোগীদের কাউন্সেলিং এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার কুষ্ঠ রোগের বিভিন্ন ধরন সবার সামনে সচিত্র তুলে ধরেন এবং তিনি এরকম রোগীদের পরীক্ষা ও চিকিৎসার আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন।