|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে এমপি নাজমুল হাসান পাপনকে গণ সংবর্ধনা প্রধান
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৩
কুলিয়ারচরে কিশোরগঞ্জ -৬ (ভৈরব - কুলিয়ারচর)এর মাননীয় সংসদ সদস্য ও বিসিবি 'র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপিকে সংবর্ধনা প্রধান উপলক্ষে গণ সংবর্ধনা উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও তার সহধর্মিণী রোকসানা হাসান কে ফুল, উপহার ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
পরে শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ৪ টার সময় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের আবদুল্লাপুর- বড়চাড়া আইভী রহমান উচ্চ বিদ্যালয় এর মাধ্যমিক স্তর (৯ম - ১০ম) শ্রেণি এমপিওভোক্তি করায় উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে গণ সংবর্ধনা উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন।
আবদুল্লাপুর- বড়চাড়া আইভী রহমান উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত গণ সংবর্ধনা উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -৬ (ভৈরব - কুলিয়ারচর)এর মাননীয় সংসদ সদস্য ও বিসিবি 'র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য ও বিসিবি 'র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি এর সহধর্মিণী রোকসানা হাসান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মশিউর আহমেদ, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আদনান আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল আবু বক্কর, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.