|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলের শেরপুর ইউনিয়নে বাল্য বিবাহ সম্পন্ন
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৩
ময়মনসিংহ নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে শুক্রবার (২৭ জানুয়ারি) একটি বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে।
জাতীয় দৈনিক আজকের পত্রিকার সংবাদকর্মী মো. মিন্টু মিয়া বিষয়টি সেল ফোনে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিক করেন। মাদারীনগর গ্রামের ছানা উল্লাহ’র কন্যা স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার’কে বাল্য বিবাহ প্রদান করা হয়। বাল্য বিবাহের সংবাদ পেয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকার ৭/৮জন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছে দেখতে পান। সাংবাদিকরা বিষয়টি প্রশাসনকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। জন্ম নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইঁয়া বলেন, এটা মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী। তবে ইউপি সদস্য আবুল কালাম বাল্য বিবাহের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন। কিন্তু পরে জানাযায়, বর পক্ষ বিয়ের কাবিন সম্পন্ন না করেই কনেকে বাড়িতে উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.