|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২৩
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সমমানা আইনজীবী ঐক্য প্যানেল এর নবনির্বাচিত সভাপতি এড. এ.টি.এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এড. এ.জেড.এম রফিকুল হাসান রিপন ও একই প্যানেলের সম্পাদক (লাইব্রেরি) সহ অন্যান্য নেতৃবৃন্দরা ক্ষমতা গ্রহন করেন। এসময় নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন সমিতির বিলুপ্ত কমিটি।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি, দুপুরে আইনজীবী সমিতি ভবনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরতে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আসন গ্রহণ করেন এবং অন্যান্য সদস্যরা তাদের পরিচয় তুলে ধরেন।
এসময় নবনির্বাচিত সভাপতি এড. এ.টি.এম মোস্তফা কামাল বলেন, সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্যানেল কে বিজয় করায় শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকল আইনজীবীদের কল্যাণে বার, বেঞ্চ সহ সকল ক্ষেতে তাদের জন্য কাজ করবো।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ গত ২৫ জানুয়ারি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সমিতির নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে এটিএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এ.জেড.এম রফিকুল হাসান (রিপন), সিনিয়র সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম তরুণ, জুনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাইউম মোল্লা, সম্পাদক ফরমস পদে মো. কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরি পদে মো. শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে রেজাউর রহমান শাওন, জেনারেল অডিটর পদে মোহাম্মদ ইয়াছিন আরাফাত, রানিং অডিটর পদে জাবির হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে মো. আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে মো. মামুন হোসেন মিয়াজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে মাহবুব আলম ও মো. সানজিদ হাসান (সানি) নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের প্যানেল থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম এবং সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে রিয়াদ হোসেন (মুনতাসির) নির্বাচিত হন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.