|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে স্বর্ণকারদের বনভোজন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৩
চাঁদপুর জুয়েলারি স্বর্ণ শিল্পীদের বনভোজন শেষে রেফেল ড্র অনুষ্ঠানে ১ম পুরস্কার ৩২ ইঞ্চি এলিইডি টিভি পেয়েছেন খোকন কর্মকার।
মঙ্গলবার রাতে চিত্রলেখা সোনালী প্লাজায় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড: হেলাল হোসাইন তার হাতে এ পুরস্কার তুলে দেন।
এর আগে প্রতিবছরের ন্যায় এবারও চাঁদপুর পৌর এলাকার জুয়েলারি স্বর্ণ শিল্পীদের নিয়ে গত ২০ জানুয়ারি শুক্রবার বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এবারের বনভোজনে সমিতির ১শ’ জন সদস্য অংশ নেয়।
দিনব্যাপী অনুষ্ঠানে সকাল ৯ টায় শহরের চৌধুরী ঘাট এলাকা থেকে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে পিকনিক স্পট মিনি কক্সবাজার চরে রওনা দেওয়া হয়। শীতের মিষ্টি রৌদ, নদীর পানির ঢেউ আর হালকা বাতাসে আনন্দময় সময় কাটায় সবাই। পরে ঘোরাঘুরি আর খেলাধুলায় মেতে উঠে পার্টির সদস্যরা।
নদীর চরে বনভোজন, তার মজাই আলাদা। ক্রিকেট খেলা, ছোটদের দ্রুত হাঁটা আর বড়দের উল্টো হাটার প্রতিযোগিতায় সবার আনন্দ উল্লাসে কেটে যায় পুরো দিন। দুপুরে খাওয়া শেষে হেঁটে হেঁটে নদীর পাড়ে বৈকালিক আড্ডা দেয়া হয়। সবশেষে সূর্য ডোবার আগে পুনরায় ফের যাত্রা। ঠিক মাগরিবের নামাজের সাথে সাথে ঘাটে প্রস্থান।
এরপর বনভোজনোত্তর রেফেল ড্র ও খেলার পুরস্করণ বিতরণী অনুষ্ঠান ২৪ জানুয়ারি মঙ্গলবার রাতে স্থানীয় সোনালী প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বনভোজন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড: হেলাল হোসাইন।
পিকনিক কমিটির প্রধান সমন্বয়কারী তাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক শ্যামল চৌধুরী, জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সাবেক সভাপতি খোকন কর্মকার, সহ-সভাপতি অজিত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজির আহমেদ, রঞ্জিত কুড়ি ও প্রতিবেশী খোরশেদ আলমসহ বনভোজনে অংশগ্রহণকারী স্বর্ণ শিল্পী বৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্যানেল মেয়র হেলাল হোসাইন। এরপর ২০ জন রেফেল ড্র বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.