|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ বিদ্যা দেবী সরস্বতী পূজা
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৩
আজ সারাদেশে এক যুগে শুরু হিন্দু ধর্মাবলীদের সরস্বতী পূজা,
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’ এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আজ বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হবে। এ দিন বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পাঅর্ঘ অপর্ণ করবেন হিন্দু সম্প্রদায়ের অগণিত ভক্তরা ।
প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথীতে দেবী সরস্বতী পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশেষ করে শিক্ষাথীর্রাই এ উৎসব পালন করে থাকে বেশি। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানেই বেশি সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে।
তবে পঞ্জিকা মতে এবার পঞ্চমী তিথিতে ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়ায় অনেক বাসাবাড়ি, পাড়া মহল্লা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পুজা অনুষ্ঠিত হবে । এরই মধ্যে পূজা সকল প্রস্তুুুতি সম্পন্ন করা হয়েছে ।
সনাতন ধমার্বলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অজের্নর জন্য প্রণতি জানাবেন তারা।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষাথীর্রা বাণী অচর্নাসহ নানা ধমীর্য় অনুষ্ঠানের আয়োজন করেছে।
পূজার অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধমীর্য় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর জেলার সকল উপজেলাসহ সারা দেশে সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সকালে শুরু হবে পূজাচর্না এবং অঞ্জলি প্রদান। এ ছাড়াও হাতেখড়ি এবং প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.