|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভালুকায় ভ্রাম্যমান আদালতের অভিযান
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৩
ময়মনসিংহের ভালুকায় চারটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভালুকা বাজারের পাঁচ রাস্তা মোড় এলাকায় ওই অভিযানে জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের লাইসেন্স নবায়ন না থাকা এবং দোকানে সেম্পল ওষুধ রাখার ওইসব জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সেম্পল রাখার দায়ে মাস্টার ফার্মেসিকে ৬ হাজার, রাজ্জাক মেডিকেল হলকে ৬ হাজার, জামান মেডিকেল হলকে ২ হাজার, মা মেডিসিন কর্নারকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক রেশমা সুলতানা যুথী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.