|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজমান প্রদেশের আল ইয়াসমিন এ উদ্বোধন করা হয়েছে একই মালিকানাধীন দুইটি বাংলাদেশি প্রতিষ্ঠান
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৩
করোনা মহামারীর পর বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্বের প্রভাব সারা বিশ্বে বিরাজমান। তারপরও সকল প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে এগিয়ে চলেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশীরা। সুযোগ বাড়ছে বাংলাদেশী কর্মসংস্থানের। এরই ধারাবাহিকতায় আমিরাতের আজমান প্রদেশের আল ইয়াসমিন এ উদ্বোধন করা হয়েছে একই মালিকানাধীন দুইটি বাংলাদেশি প্রতিষ্ঠানের।
ফিতা কেটে আল সাফওয়ান টাইপিং এন্ড ফটোকপি এবং সাফওয়ান ফাতায়ের ক্যাফেটেরিয়া উদ্বোধন করেন প্রতিষ্ঠান দুইটির স্বত্বাধিকারী জহিরুদ্দিন স্বপন মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুইটির স্থানীয় আরবি স্পন্সর হোসেন ফয়সাল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম উদ্দিন চৌধুরী, ফারজানা মুন্না, মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি, মোহাম্মদ মহিনউদ্দিন, নুসরাত জাহান, হেলেনা সরকার, পারভিন বেগম, মাহাদি হাসান, মোহাম্মদ সানাউল্লাহ সানি সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠান দুটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.