|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মেজবাহউদ্দিন সরকার নেজু দাফন সম্পন্ন
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৩
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মেজবাহউদ্দিন সরকার নেজু দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বেলা ২টার দিকে গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের ভাদুনে তার নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয় তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা দাফনের আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় গাজীপুর মেট্রোপলিটন এর সহকারী কমিশনার মোঃ রুহুল আমিন শরিফ, ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এই মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অর্নার ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও পূবাইল থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা সহ সদস্যগণ এই মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২২ জানুয়ারি) বিকেলে তিনি ভাদুন তার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, রাখিয়া মৃত্যুবরণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.