|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মিসেস আবিদা হোসেন ডিপ্লোমেটিক লেডিস গ্রুপের সম্পাদক নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বাংলাদেশ হাউজে অনুষ্ঠিত “ডিপ্লোমেটিক লেডিস গ্রুপ”-এর সাধারণ সভায় মিসেস আবিদা হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
তিনি দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশে কনস্যুলেটের মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সহধর্মিণী।
সংযুক্ত আরব আমিরাতের ৮০ টির অধিক দেশের কনস্যুলেট জেনারেল রয়েছে। সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কাজাকিস্তান, মিশর, তুরস্ক, রাশিয়া,ন্যাদারল্যান্ডস, তাজিকিস্তান, ইতালি, কানাডা, কেনিয়া, পেরু, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের স্ত্রীরা উপস্থিত ছিলেন।
এই সংগঠনটি মূলত দুবাইয়ে বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের স্ত্রীদের নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠন দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন সেবাধর্মী ও কল্যাণমূলক কর্মকান্ডসহ স্ব-স্ব দেশের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন কার্যক্রম সারা বছর পরিচালনা করে থাকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.