|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নানিয়ারচরে শীতার্তদের মাঝে কাঠ ব্যবসায়ী সোহেলের কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৩
রাঙামাটির নানিয়ারচরে ব্যক্তিগত উদ্যোগে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় কাঠ ব্যবসায়ী মোঃ সোহেল নামে এক যুবক।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং বগাছড়ি রাস্তার মাথা এলাকায় ২০০ শীতার্ত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন এই যুবক।
এসময় স্থানীয় ইউপি সদস্য মো. মালেক, সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আনসার আলী, নাগরিক পরিষদ নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলিল মিয়া, পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ, যুবলীগ নেতা মোঃ শহিবুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে সোহেল জানায়, এলাকার শীতার্তদের কথা ভেবে স্থানীয়দের পরামর্শক্রমে শীতের কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আজ কে বগাছড়ি, ১৪মাইল ও ১৭মাইল এলাকার ২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এছাড়াও আগামীকাল সাবেক্ষং এলাকায় এবং এলাকার একটি মাদ্রাসায় আরো ১০০কম্বল বিতরণ করা হবে বলেও জানান উদীয়মান তরুন এই ব্যবসায়ী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.