|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ১১৭ তম ওরশ উপলক্ষে রাউজানে বর্ণাঢ্য মোটর র্যালি
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৩
উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (কঃ)’র ১১৭তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক খ.গ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে বর্ণাঢ্য মোটর র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ বাজার থেকে মোটর সাইকেল, ট্রাক, সিএনজি অটোরিক্সা নিয়ে র্যালিটি দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর,চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া পথের হাট, রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে গহিরা হাই স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উদযাপন কমিটির আহবায়ক হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও সচিব আক্কাস উদ্দিন মানিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি শেখ মুজিবুল রহমান বাবুল, কাউন্সির জানে আলম জনি, সাইদুল ইসলাম।এতে আরো বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের মঞ্জুরুল ইসলাম চৌধুরী,জাকের হোসেন মাষ্টার, এস এম মহিবুল্লাহ্, ইউছুপ আলী, সাংবাদিক শফিউল আলম, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা ক.খ.গ জোনের সমন্বয়ক সাদিকুজ্জামান সফি, মামুন মিয়া, আনিসউল খান বাবর, নাজিমুউদ্দিন কালু, মোহাম্মদ আলী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিন ওমর, মাওলানা কাজী ফরিদ আলম, সৈয়দ তৈয়বুর রহমান, এস এম ইউছুফ আমিন, তাজউদ্দিন খান সোলায়মান, মোরশেদুর আলম,জাফর উল্লাহ্ চৌধুরী,শওকত উসমান চৌধুরী, মনছুর আলম, হাসান মুরাদ রাজু,মাওলানা মহিম উদ্দিন,তৌহিদুল আলম, আমির খসরু,রোকন ফারুকী, নাছির উদ্দিন প্রমুখ। এতে বক্তারা বলেন, ধর্মসাম্য অর্থাৎ ধর্ম ঝগড়া পরিহার করে সকলে নিজ নিজ ধর্ম পালন করবে এবং বিচার সাম্য অর্থাৎ বিচারের ক্ষেত্রে আদাল ও এহসানের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠার তাগিদ দেন মাইজভান্ডারী ত্বরিকা। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.