|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সেচ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৩
দেশের অন্যতম বাঁধ মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বন্যা নিয়ন্ত্রণ বেড়ীবাঁধ। এ বাধেঁর ভিতর সাড়ে সতেরো হেক্টর জমি নিয়ে সেচ কার্য্যক্রম শুরু হয়। অপরিকল্পিতভাবে বাড়ি ঘর তৈরী সহ বিভিন্ন কারনে সেচকৃত জমি কমে গেছে।
এ বছর সেচ কার্য্যক্রম শুরু করার জন্য গত ১৮ জানুয়ারী সকাল ১০ টায় উদ্দমদী পাম্প হাউজ কর্তৃক সেচ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন,
পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পরিচালক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজান প্রধান, এস ও সালাউদ্দিন, মোঃ সিয়াম, মোঃ আবুল হাসানাত, পশ্চিম বাইশপুর পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ বাবুল মিয়াজী সহ আর অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও কৃষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.