|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রায়পুরে কেরোয়া নাগরিক পরিষদের উদ্যোগে দ্বিতীয় ধাপে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৩
প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। এমন অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন কেরোয়া নাগরিক পরিষদ।
লক্ষ্মীপুরের রায়পুরে কেরোয়া নাগরিক পরিষদের উদ্যোগে দ্বিতীয় ধাপে দুইশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা দিকে উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মীরগঞ্জ বাজার পূবালী ব্যাংকের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কেরোয়া নাগরিক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরোয়ার কৃতি সন্তান, কেরোয়া নাগরিক পরিষদের উপদেষ্টা ও ঢাকা উত্তরার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নং কেরোয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ দেলোয়ার হোসাইন, পূবালী ব্যাংক মীরগঞ্জ বাজার শাখার ম্যানেজার নাঈমুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন, ডাঃ মোঃ কামাল হোসেন, মাওলানা নুরুদ্দিন, শ্রমিক নেতা মোঃ সিরাজ প্রমুখ।
কেরোয়া নাগরিক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ ইউনুস বলেন,সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে এগিয়ে আসছি। এমন মহৎ উদ্যোগ জয় করে নিয়েছে অবহেলিত ও শীর্তাত মানুষগুলোর ফুটফুটে হাসি। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরই পাশে থাকবে আমাদের এই সংগঠন। শুধু শীত বস্ত্র বিতরণ নয়, পাশাপাশি আমরা সামাজিক বিভিন্ন কাজসহ জনকল্যাণমূলক বিভিন্ন কাজেও অংশগ্রহন করে আসছি। এছাড়াও যারা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ্ আমাদের এই মহতি কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, উক্ত সংগঠনের উদ্যোগে গত ৩০ ডিসেম্বর দুইশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.