|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রায়পুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৩
লক্ষ্মীপুরের রায়পুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গঠনাটি ঘটেছে রায়পুর উপজেলার ৯ নং দক্ষিন চরআবাবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হামিদ আলী বেপারী বাড়িতে। জানা যায়, গত ১৬ জানুয়ারী সোমবার প্রতিপক্ষ একই গ্রামের মোঃ নুরুল আমিন, ইমান আলী, আনোয়ার হোসেন, হারুনুর রশীদ, দেলোয়ার হোসেন, হুমায়ুন কবীর সহ ১০/১২ জন অন্যায়ভাবে বৃদ্ধ আব্দুল মান্নান(৫৫) এর ১০/১২ টি সুপারি গাছ কেটে নিয়ে যায়।
এ সময় তিনি বাড়িতে ছিলেননা। ১৭ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় আব্দুল মান্নান প্রতিপক্ষকে জিজ্ঞেস করলে তারা উত্তেজিত হয়ে আব্দুল মান্নানের উপর দলবদ্ধভাবে হামলা চালায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মান্নানের মাথার সামনের অংশ কেটে যায়। তাকে উদ্ধার করতে তার স্ত্রী সাজেদা বেগম ও ছেলে আনাস এগিয়ে আসলে তাদের উপরও বিবাদীরা হামলা চালায়, তারাও মারাত্মক আহত হয়। আশপাশের লোকজন অজ্ঞান অবস্থায় আব্দুল মান্নান ও তার স্ত্রী-সন্তানকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করায়। আব্দুল মান্নানের মাথায় ৬ টি সেলাই দেয়া হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আব্দুল মান্নানের স্ত্রী সাজেদা বেগম জানায়, প্রতিপক্ষরা আমাদের গাছ কর্তন করে, স্বর্ণালংকার,নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি করে। এখনো হুমকি দিচ্ছে, যে কোন সময় আমাদের অপূরনীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে প্রতিপক্ষ নুরুল আমিনকে জিজ্ঞেস করলে, তিনি বলেন, আমরাও হামলার স্বীকার হয়েছি, আমাদের লোকজন হাসপাতালে ভর্তি আছে।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, গঠনাটি জেনেছি, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.