মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মিরসরাইয়ে পত্রিকার হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) মিরসরাই উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এসময় ক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে রাজীব মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম, পাক্ষিক খবরিকা পত্রিকার সম্পাদক মাহবুব রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি নয়ন ধুম, সাধারন সম্পাদক আবু জাফর, প্রজম্ম মিরসরাই এর সহ সভাপতি মো. মহসিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইকবাল হোসেন, কামরুল হাসান, দিদারুল আলম সোহেল, কামুল ইসলাম, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসেন, জুয়েল নাগ, কমল পাটোয়ারী।
ক্লাবের যুগ্ন সসম্পাদক বাবলু দে জানান, মিরসরাই সদর, বারইয়ারহাট ও নিজামপুর কলেজ এলাকায় পত্রিকার এজেন্ট ও সমিতির ২০ জন হকারকে কম্বল দেওয়া হয়েছে। যারা খবর বিক্রি করে কিন্তু তাদের খবর কেউ রাখেনা। আমরা প্রেসক্লাব থেকে তাদের পাশে থাকার চেষ্ঠা করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগীতায় বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসা উচিত এবং সহকর্মীদের প্রতি ভালোবাসা থাকা প্রয়োজন। প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ সহকর্মীদের প্রতি ভালোবাসার উদাহরণ।