|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় শত্রুতার জের ধরে গাছ-গাছালি কেটে ফেলার অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৩
কচুয়ার মালচোয়া গ্রামে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যাক্তির রাস্তা সংলগ্ন জায়গায় রোপণকৃত বেশ কয়েকটি রেন্টিকড়ই গাছের চারা ভেঙ্গে ও উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতের কোনো এক সময়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ লোকজন এ নিন্দনীয় কাজ করে বলে অভিযোগ উঠে।
ক্ষতিগ্রস্থ গাছের মালিক দাবীদার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আমি বেশ কয়েকবছর পূর্বে কাদিরখিল সরকার বাড়ী থেকে মালচোয়া গ্রামে নতুন বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছি। প্রতিপক্ষ লোকজন কারণে অকারণে বিভিন্ন সময় আমার গাছ-গাছালি ও সীমানা প্রাচীর নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করে আসছে।
জাহাঙ্গীর হোসেনের স্ত্রী অঞ্জনা বেগম জানান, পার্শবর্তী জমির হোসেন নামের এক ব্যাক্তির সাথে কিছুদিন পূর্বে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা শনিবার রাতে আমাদের গাছ-গাছালি ভেঙ্গে ক্ষতি সাধন করতে পারে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহজালাল মিয়া জানান, গাছের চারা গুলো ভেঙ্গে ফেলা খুবই দুঃখ জনক। যে বা যাহারা এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছেন, আমি আইনের মাধ্যমে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.