|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে ৬ শতাধিক দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৩
কুড়িগ্রামের রাজারহাটে শনিবার বিকাল উপজেলার সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিল্ডিং টেকনলোজি আইডিয়াস লিমিটেড এর সহযোগিতায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম বুলেট, সাবেক বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,আহসান আখতার রতন, সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল হক বসুনিয়া, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যানন্দ সুখদেব এলাকার ৬শতাধিক জন হত দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, রাজারহাটে এখন শীতের তীব্র প্রকোব এসময় হত দরিদ্রদের পাশে দাড়ানো উচিত। তিনি বিল্ডিং টেকনলোজি আইডিয়াস লিমিটেড কে শীতবস্ত্র বিতরণের জন্য ধন্যবাদ জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.