|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইলফোন সহ ২ জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযোগের ভিত্তিতে ছিনতাইকৃত মোটর সাইকেল ও মোবাইল ফোন সহ ছাদির মিয়া ছাদু (২২) ও সোহাগ মিয়া (২১) নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
আটককৃত ছাদির মিয়া ছাদু (২২) কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড়ছয়সূতী গ্রামের ইউনুস মিয়ার ছেলে। এবং সোহাগ মিয়া (২১) কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে।
শনিবার ( ১৪ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায় গত ৯ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে বেক্সিমকো ঔষধ কোম্পানির প্রতিনিধি তাবিউল ইসলাম কাজ শেষে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাজার হইতে মোটর সাইকেল যোগে ভৈরব যাওয়ার সময় পথিমধ্যে বক্তারমারা ব্রীজ সংলগ্ন মধুয়ারচর নামক স্থানে পৌঁছা মাত্র অজ্ঞাত কয়েকজন ছিনতাইকারী টর্চ লাইটের আলোতে সিগন্যাল দিয়া মোটরসাইকেল থামিয়ে তাঁর নিকট হইতে একটি মোটরসাইকেল ( ঢাকা মেট্রো হ- ৫৩- ৯০০০) একটি স্মার্টফোন ও নগদ ২৫ হাজার ৭ শ ৫০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় তাবিউল ইসলাম (৩২) বাদী হয়ে কুলিয়ারচর থানায় দন্ডবিধি আইনের ৩৯৪ ধারায় আজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সাইফুল আকন্দ পৃথক অভিযান পরিচালনা করে ছয়সূতী ইউনিয়নের হাজারীনগর বাজার থেকে ছাদু মিয়াকে গ্রেফতার করা হয়। এই সময় আসামী ছাদু মিয়ার নিকট থেকে ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার হয়। এবং কুলিয়ারচর পৌরশহরের পূর্ব গাইলকাটা মহল্লা হইতে আসামী সোহাগ মিয়াকে গ্রেফতার করে এবং সোহাগের দেওয়া তথ্য মতে ছয়সূতী ইউনিয়নের জসীম উদ্দিনের ছেলে রতন মিয়ার বাড়ি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
অন্যদিকে একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার এস আই কাউসার আল মাসুদ উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্যসালুয়া বাজার সংলগ্ন পুকুরপাড় হইতে ক্রয়-বিক্রয় করার সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।মোঃ শাহ্ আলম (২২) উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামের এলাছ মিয়ার ছেলে।
এই ঘটনায় কুলিয়ারচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটককৃত মোঃ শাহ্ আলম (২২) কে কিশোরগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। যাহার মামলা নং-৯, তারিখ-১৪/০১/২৩)।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ছিনতাইয়ের অভিযোগে মোটরসাইকেল ও স্মার্টফোনসহ দুই জন আসামি এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করে কিশোরগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.