|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বাউবি’র শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৩
কচুয়ার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের আয়োজনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সাচার ডিগ্রি কলেজ স্টাডি সেন্টারের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীরের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক, কলামিস্ট, সাংবাদিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক ড.মুনতাসীর মামুন।
বিশেষ অতিথিঃ মো.ইব্রাহিম খলিল যুগ্ম পরিচালক,উপ-আঞ্চলিক কার্যালয়,
কে এম সোহেল রানা,উপজেলা একাডেমিক অফিসার, কচুয়া,চাঁদপুর।
এসময় বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন মোল্লা,অপর্ণা রানী লোথ, মো.আবদুল কুদ্দুস ও অভিভাবক সদস্য মো.মিজানুর রহমান সরকারসহ প্রমুখ।
পরে ২০১৮ ব্যাচের বিএ/বিএসএস শিক্ষার্থীদের পক্ষ হতে বিএ/বিএসএস এর শিক্ষার্থী মো.সাইফুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সকল শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.