|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি সালাম, সম্পাদক নজরুল
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৩
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা এফএমএ সালামকে সভাপতি, মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। শুক্রবার ময়মনসিংহ সিটি করর্পোরেশনের শহীদ শাহাব উদ্দিন মিলনায়তনে আলোচনা সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ও অপস্) মোছাঃ আবিদা সুলতানা (বিপিএম,পিপিএম), মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফুর রহমান, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব ও পিআইডির সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফএমএ সালামের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শামসুল আলম খান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত দেড় শতাধিক সাংবাদিক যোগদান করেন। পরে আলোচনা শেষে সর্ব সম্মাতিক্রমে পুনরায় বীরমুক্তিযোদ্ধা এফএমএ সালামকে সভাপতি, মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আলোচনা পূর্বে প্রয়াত সাংবাাদিক শফিক জামান লেবু, লিটন ধর গুপ্ত, ফজলুল হক ভূঁইয়া, শাহাদাত হোসেন কাজল, বিজন কৃষ্ণ রায়, লিটন, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আনজু ও মো. আনিসুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিটি নীরবতা পালন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.