|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জ বন্ধুসভা কার্যকরী কমিটি-২০২৩ ঘোষণা
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৩
হবিগঞ্জ জেলা, সিলেটঃ মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা, অসাম্প্রদায়িকতায় সংকল্পবদ্ধ, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস, দেশপ্রেমে নিবেদিতপ্রাণ, বন্ধুসভার গঠনতন্ত্রে আনুগত্য- এসব মূলনীতিকে সামনে রেখে গড়ে উঠে প্রথম আলো-র পাঠক সংগঠন 'বন্ধুসভা'। মূলত এটি একটি অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পাঠকদের জন্য সংগঠন।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ বন্ধুসভা কার্যকরী কমিটি-২০২২ এর মেয়াদ শেষ হয়, পরবর্তীতে কার্যকরী কমিটি-২০২৩ গঠন করা হয়।
গত ৫ জানুয়ারি, ২০২৩ হবিগঞ্জ জেলা বন্ধুসভার নতুন কার্যকরী কমিটি বন্ধুসভার জাতীয় পরিচালনা পার্ষদ কর্তৃক অনুমোদিত হয় এবং ঘোষিত হয়। এবারেও দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হন নবনীতা দত্ত তিথি।
নবনির্বাচিত সভাপতি এবং প্রথম আলো-র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন পরবর্তীতে কমিটির সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সামিয়া এ রহমান; তিনি গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মৌমিতা দত্ত, যিনি গত কমিটিতে অর্থ সম্পাদক ছিলেন।
পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় ৩০ সদস্যবিশিষ্ট পুরাতন এক্টিভ সদস্য এবং নতুন সদস্যদের নিয়ে। নতুন কমিটিতে বেশ কিছু নতুন মুখ দেখতে পাওয়া যায়।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ-এর সভাপতি উত্তম রায় এবং নির্বাহী সভাপতি মৌসুমী মৌ হবিগঞ্জ বন্ধুসভার নতুন কমিটির অনুমোদন দিতে গিয়ে বলেন, হবিগঞ্জ বন্ধুসভার সভাপতি এবং সাধারণ সম্পাদক দু'জন-ই নারী; নারী নেতৃত্বে সংগঠন এগিয়ে যাবে বলে তারা শুভকামনা জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.