|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোঃহাসেম আলীর উদ্যোগে বাশগাড়া এলাকায় নতুন রাস্তার উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৩
পীরগঞ্জে ৮নং দৌলতপুর ইউনিয়নের বাাশগাড়া গ্রামের মোনাহার পুকুরের পূর্ব দিকে বাশগাড়া গ্রামে নতুন রাস্তার উদ্বোধন করছেন মোঃহাসেম আলী।ঐ রাস্তা নির্মান করতে সকল জমির মালিকের অনুমতি নিয়ে এ কাজের উদ্বোধন করেন।
[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2023/01/received_592594852709817.mp4"][/video]
উক্ত রাস্তা নির্মান কাজে সহযোগিতা করছেন কাজের বিনিময়ে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় তার ইউনিয়নের মাটকাটা কাজের সরদার কে নির্দেশ প্রদান করা হলে বাঁশগাড়া কান্দরে মোঃহাসেম আলীর উদ্যোগে ওয়াবদার পরিত্যাক্ত ড্রেনের উপর দিয়ে নতুন রাস্তার নির্মান কাজের শুভ উদ্বোধন হয়।
এবিষয়ে হাসেম আলীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি বাঁশগাড়া একলার একজন নিঃস্বার্থবান সমাজ সেবক।এই কান্দরে কৃষকদের চাষাবাদ করতে যাওয়া ও ফসল নিয়ে ঘরে তোলা অনেক কষ্ট হয়।তাই ২০১৮ সাল থেকে পরিত্যক্ত ওয়াবদার ড্রেনর উপর রাস্তা নির্মান কাজের উদ্যোগে আজ নতুন রাস্তার উদ্বোধন করেন।উক্ত রাস্তা নির্মান কাজ শুরু হলে এলাবাসী ও কষক ভাইয়েরা হাসেম আলী কে ধন্যবাদ জানান।রাস্তা উদ্বোধন কালে পীরগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।সে সময় পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কমিটি জাসদের সহ সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় বলেন।হাসেম আলী যে উদ্যোগ নিয়েছেন তা সঠিক ভাবে বাস্তবায়ীত হলে রাস্তা সহ বিভিন্ন রকম যোগাযোগের উন্নয়ন ঘটবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.