|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং এর বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের শ্মশানিপাড়া কমিউনিটি ক্লিনিক এ জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং এর বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আদনান আখতার এর সভাপতিত্বে শ্মশানিপাড়া কমিউনিটি ক্লিনিক এ উক্ত বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইন এ যাদের বয়স ৩০-৬০ বছর, অথবা যাদের বিয়ের বয়স ১০ বছর অতিক্রান্ত হয়েছে তাদেরকে এই সেবা প্রধান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.তামিনা হোসেন ও ডা.অনন্যা দত্ত সহ সিনিয়র স্টাফ নার্স, মিড ওয়াইফ ও মাঠ পর্যায়ের বিভিন্ন স্বাস্থ্যকর্মী বৃন্দ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো: কাজল মিয়া এবং স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: নজরুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
উল্লেখ্য এই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত হয়ে আসছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.