|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভূতপূর্ব উন্নয়ন সাধিত
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৩
চাঁদপুরের কচুয়া উপজেলার অজোপাড়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও ফলাফলের খ্যাতি ছড়িয়ে আছে।বিদ্যালয়ে নিম্ন বিত্ত,মধ্য বিত্ত,দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা পড়াশোনা করে।বিদ্যালয়ের বর্তমান সুদক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিকের নেতৃত্বে করোনাকালীন সময়ে গেস্ট শিক্ষকদের বেতনাদি পরিশোধ করার পরেও বিদ্যালয়ের ফান্ড থেকে ১০ শতাংশ জমি ক্রয় করা হয়েছে।এছাড়াও বিদ্যালয়ে হোস্টেল নির্মাণ,ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা শৌচাগার নির্মাণ,বিদ্যালয়ের মূল ফটকসহ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। গত ২৫.১২.২০২২ ইং তারিখে দৈনিক বাংলার অধিকার পত্রিকায় কোচিং ফি ও ফরম ফিলাপের জন্য অতিরিক্ত টাকা আদায়ের নিউজ প্রকাশিত হওয়ার পর বোর্ড কর্তৃক নির্ধারিত ফি'র বেশি এখন আর আদায় হচ্ছে না।এই বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে বিদ্যালয়ের উন্নয়ন এবং গেস্ট শিক্ষকদের বেতন দেওয়া বাবদ কিছু অতিরিক্ত অর্থ ধার্য্য করা হয়েছিল সেটা এখন আর নেওয়া হয় না।এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ জানান,বর্তমান প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক যোগদান করার পরে বিদ্যালয়ের যে উন্নয়ন সাধিত হয়েছে যা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পরে কোন প্রধান শিক্ষক করতে পারে নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.