|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাজীপুর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২৩
গাজীপুর মহানগরীর পুবাইল মেট্রোপলিটন থানার ৪২ নং ওয়ার্ডে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। শনিবার ৭ জানুয়ারি গভীর রাতে হারবাইদ চঙ্গেরবাইদ শামসুল মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, পুবাইল থানার হারবাইদ এলাকার ও স্হানে কয়েকজন দুষ্কৃতিকারী দাঁড়ালো দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আলাপকালে সন্দেহ হয় পুলিশের। এ সময় তাদের সাথে ছিল একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী পুরাতন দা,একটি প্লাস্টিকের বাটযুক্ত স্টীলের চাকু,একটি ব্যাটারী চালিত পুরাতন ইজি বাইক, যাহার মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা।পরে তাদের ৬ (ছয়) জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে পূবাইল থানায় একটি মামলা করা হয় ।যা পূবাইল থানার মামলা নং-০৫, তারিখ-০৮/০১/২০২৩ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০
গ্রেফতারকৃত আসামিরা হলেন,১। কামরাঙ্গীরচড় থানার,মোঃ শহিদুল ইসলাম শিহাব (১৯),২। ময়মনসিংহ জেলা,ফুলবাড়ীয়া থানার মোঃ আবু সাইদ (১৯),৩। কুমিল্লা জেলার তিতাস থানার মোঃ মনোয়ার হোসেন (১৯),৪। কিশোরগঞ্জ জেলা,হোসেনপুর থানার মোঃ আব্দুল রহিম @ রাহিম হাসান (১৮),৫। কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানার মোঃ তানভির হাসান তিতাশ, এবং ৬। টঙ্গী পূর্ব থানার মোঃ বাশার মিয়া,এছাড়াও পলাতক রয়েছে আরও ৩/৪ জন।
এ বিষয়ে পুবাইল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছয়জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বাকিদেরও গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.