সাভার প্রতিনিধি ঃ
সাভারের বিরুলিয়া ইউনিয়নে আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া মডেল টাউনে হাসিবুল হাসান নামে এক ঠিকাদার জনৈকা তাবাসুম এর প্লটের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের কন্ট্রাক্ট গ্রহণ করে। নিজস্ব লেবার ও রাজমিস্ত্রী দিয়ে ৩ রা জানুয়ারি ২০২৩ তারিখ হতে উক্ত প্লটে কাজ শুরু করে হাসিবুল হাসান। বাউন্ডারি ওয়াল করাকে কেন্দ্র করে কতিপয় স্থানীয় লোকজন ঐ কাজে রাজমিস্ত্রী ও লেবারদের নিকট চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকার করলে বাউন্ডারি ওয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় বলে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ঠিকাদার হাসিবুল হাসান। অভিযোগে দত্তপাড়ার আমির আলী মোল্লার ছেলে আঃ কাদের সহ ৪ জনের নাম উল্লেখ করে আরও ৮/১০ জন অজ্ঞাতনাম দিয়ে ৮ ই জানুয়ারি ২০২৩ রবিবার বিকেলে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করে হামলাকারীরা ধারালো চাপাতি, হামার, লোহার রড ও লাঠিসোটা নিয়ে ৩ রা জানুয়ারি ২০২৩ মঙ্গলবার সকাল আনুমানিক ১১ঃ০০ টার দিকে উক্ত প্লটে অনাধিকার প্রবেশ করে কর্মচারীদের নিকট চাঁদা দাবি করে, কর্মচারীরা চাঁদা দিতে অস্বীকার করলে প্লটের চারদিকে নবনির্মিত বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলে এবং কর্মচারীদের ভয়-ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।
খবর পেয়ে ঠিকাদার হাসিবুল হাসান ঘটনাস্থল পৌঁছে বিবাদীদের কাছে কর্মচারীদের তাড়িয়ে দেওয়া এবং বাউন্ডারি ওয়াল ভাঙ্গার কারণ জিজ্ঞাসা করলে ১ নং বিবাদী সহ অন্যান্যরা আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করে । আমি চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং চাঁদার টাকা না দিলে উক্ত প্লটে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ করতে দেবে না বলে আমাকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করে সেখান থেকে চলে যায়। বিষয়টি নিয়ে প্লটের মালিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ঠিকাদার হাসিবুল হাসান।