|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতাকে অব্যাহতির অভিযোগ
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৩
মিরসরাইয়ে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাঈন উদ্দিন টিটুকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।রোববার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয়া হয়।অব্যাহতিপত্রে বলা হয়,
‘রোববার ভোর ৪টায় জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের উপর দেশীয় অস্ত্রসহ হামলা ও পিস্তলের গুলি নিক্ষেপ করে নেতাকর্মীদের আহত করে।অভিযোগ রয়েছে, এর আগে রোববার ভোররাতে বিজয় মেলা থেকে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের ছয় নেতা গুলিবিদ্ধসহ অন্তত ১৬ জন আহত হন। এ ঘটনায় যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটু সরাসরি জড়িত বলে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তাকে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ।জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম মাস্টার বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা আগত ছাত্রলীগের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ কারা করেছে সেটি সবাই দেখেছে এবং সবাই জানে।’ যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কিংবা মানুষ হত্যা করে আধিপত্য বিস্তার করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি।জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। যারা ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকেই সন্ত্রাস। সন্ত্রাসী ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না‘।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.