|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আমিরাতে অবস্থিত এনআরবি ইঞ্জিনিয়ারদের বৃহত্তর আয়োজনে নববর্ষ ও বনভোজন
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৩
আগামী মার্চ মাস থেকে আমিরাতে বাংলাদেশ দূতাবাস আবুধাবী ও কন্স্যুলেট জেনারেল দুবাই অফিস থেকে বাংলাদেশী নগরীকদের ন্যাশনাল আইডি (এনআই ডি) প্রদান করা হবে জানিয়েছেন রাষ্ট্রদূত মো:আবু জাফর
(১লা জানুয়ারী রবিবার) দুবাই ক্রিক পার্কে আমিরাতে অবস্থিত এনআরবি ইঞ্জিনিয়ার,আর্কিটেক ও নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ার সন্মিলিত বৃহত্তর পরিসরে আয়োজিত ইংরেজী নববর্ষ ও বনভোজন অনুষ্টানের বক্তৃতা কালে তিনি এই তথ্য জানান।
এই সময় রাস্ট্রদূত আরো বলেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সঠিক তথ্যর পাশাপাশি অনেক ভুল তথ্য ও দেওয়া হচ্ছে এবং এসব তথ্য আপনাদের শেয়ার বা বর্জন করার উচিৎ। একটি বিশেষ মহল দেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার ও ভুল তথ্য ছড়াচ্ছে । তাই আপনাদের এই ব্যাপারে সতর্ক টাকা উচিত।
বক্তিতায় তিনি আরো বলেন সরকারের চলমান যে উন্নয়ন গুলি হচ্ছে তাতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে বর্তমান সরকার।দেশের অর্থনিতীকে আরো শক্তিশালী করতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কথাও তিনি উল্লেখ করেন। প্রবাসে নতুন প্রজন্ম বেডে উঠাদের দেশের ইতিহাস ও সংস্কৃতি জানানোর ব্যাপারে অভিবাবকদের অবহিত করেন রাস্ট্রদূত মো আবু জাফর।
আমিরাতের প্রবিণ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর চৌধুরীর নেতৃত্বে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের বৃহত্তর এই আয়োজনে সন্ময়ক ছিলেন প্রবিণ ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজেম হোসেন,ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম,ইঞ্জিনিয়ার এস এম মোরশেদ, ইঞ্জিনিয়ার আহাম্মদ হোসেন,ইঞ্জিনিয়ার মইনুল হোসেন,ইঞ্জিনিয়ার কবির আহাম্মেদ,ইঞ্জিনিয়ার পারভেজ,ইঞ্জিনিয়ার মো: শফি ও ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার আলম পাভেল সহ আরো অনেক। অনুষ্টানে উপস্থিত ছিলেন কনস্যাল জেনারেল বিএম জামাল হোসেন,ইঞ্জিনিয়ার মশিউর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান।
পাঁচশতাধিক লোকের এই সমাগমে দিনজুডে এই আয়োজনে নানা রকমের খেলাধুলা পুরুস্কার বিতরণী'তে জাঁকজমক হয়ে উঠে ছিল আয়োজন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.