|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সভাপতি স্বপন সম্পাদক শিমুল লক্ষ্মীপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২২
লক্ষ্মীপুরে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি স্বপন নাথ সাধারন সম্পাদক শিমুল সাহা।
গতকাল দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই নতুন কমিটির ঘোষনা করেন কেন্দ্রীয় সভাপতি সহ সভাপতি মনিদ্র কুমার নাথ। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর আখড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক।
সংগঠনের জেলা শাখার সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জহরলাল ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, সাংগঠনিক সম্পাদক রমেন মণ্ডল, মতি লাল রায়, তাপস কুণ্ডু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. সন্তোষ কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুরের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ প্রমুখ।
পরে সংগঠনের জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.