|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রংপুরে জামায়াত-শিবিরের মিছিল থেকে ৯ নেতাকর্মী আটক
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২২
রংপুরে জামায়াত ও শিবিরের গণমিছিল থেকে ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাছাড়া বিএনপির গণমিছিল ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরীর সিটি বাজার থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি সুপার মার্কেট এলাকায় পৌঁছালে অনুমতি না থাকায় পুলিশ মিছিলে বাঁধা দেয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং মিছিল থেকে ৯ জন জামায়াত ও শিবির কর্মীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। তবে তিনি আটকদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, আটককৃতদের পরিচয় ও কোনো আমালার আসামি আছেন কি না তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরকারবিরোধী দলগুলোর প্রথম যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রংপুরে অনুষ্ঠিত হয়েছে গণমিছিল। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় গ্র্যান্ড হোটেলস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে গণমিছিলটি নগরীর ছালেক পেট্রোল পাম্প হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ রংপুর জেলা ও মহানগর বিএনপিসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রংপুর নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিএনপির গণমিছিল ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দুপুরে আরপিএমপি ডিসি ক্রাইম মারুফ হোসেন বলেন, বিএনপির গণমিছিল কেন্দ্র করে নিরাপত্তাবলয় রাখা হয়, যাতে জনগণের ভোগান্তি না হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.