|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন মাহি
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২২
আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন মাহি
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন থেকে সংসদ সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনি এলাকার গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাহিয়া মাহি।
এদিকে, জাতীয়ভাবে মাহির এমপি প্রার্থী হওয়ার খবরে আলোচনা তৈরি হলেও স্থানীয় আওয়ামী লীগের নেতারা চান আসন্ন ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই মনোনয়ন দেওয়া হোক।
প্রসঙ্গত, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.