|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি আইউব আলী ফাহিম
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২২
ইংরেজি নতুন বছর-২০২৩ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ আইউব আলী ফাহিম । শনিবার (৩১ ডিসেম্বর) পৃথক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বাণীতে আইউব আলী ফাহিম বলেন , অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি।
তাই ২০২৩ সালকে বরণ করতে বিশ্বব্যাপী বর্ণাঢ্য আয়োজন। একে স্বাগত জানাতে প্রস্তুত গোটা দেশ।’
তিনি বলেন, ২০২২ খ্রিস্টাব্দ বাঙালি জাতির জীবনে ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ২৫ জুন বাঙালিদের
স্বপ্ন পদ্মা সেতু উদ্বোধন, ২১ ডিসেম্বর ৫০টি জেলায় ১০০ রাস্তা-মহাসড়ক, ২৮ ডিসেম্বর মেট্ররেল উদ্বোধন।
সিলেটের বন্যায় ক্ষতিগস্ত, চট্রগ্রামে সীতাকুণ্ড অগ্নিকাণ্ড, সব মিলিয়ে ২০২২ সালে সুখ দুংখ নিয়ে বিদয় নিচ্ছে।
২০২৩ সাল কে যুগসন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের স্পন্দন সোনার বাংলাদেশ গঠনে আমাদের নিরলস এগিয়ে যেতে হবে।
নববর্ষ সবার মাঝে জাগাবে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। মহামারি ভয়াবহতা মোকাবিলা করে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ।
নববর্ষে এ প্রত্যাশা করি। খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন আনন্দ ও সাফল্যে ভরে উঠুক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.