|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নেত্রকোনার দুর্গাপুরে শুরু হলো ৭ দিন ব্যাপী কমরেড মনিসিং মেলা
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২২
ব্রিটিশ বিরোধী সংগ্রামী,টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা,শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহ স্মরণে আজ ৩১ডিসেম্বর-২২ থেকে ৬ জানুয়ারী-২৩ পর্যন্ত নেত্রকোনা জেলার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাতদিন ব্যাপী কমরেড মনিসিংহ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মনি সিংহ ১৯০১ সালে ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৮৪ সালের ২৩ ফেব্র“য়ারী কমরেড মনিসিংহ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ৮৪ বছর বয়স পর্যন্ত সক্রিয়ভাবে তিনি পার্টির দায়িত্ব পালন শেষে ১৯৯০ সালের ৩১ শে ডিসেম্বর মৃত্যুবরন করেন।
এই মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাতদিনব্যাপী মেলায় নানা আয়োজনে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,দেশবরেন্দ্র বুদ্ধিজীবি ও সংস্কৃতিকর্মীগন অংশগ্রহন করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.